Ziaul Hoque Zia
যুগান্তর রিপোর্ট
অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও অর্জিত সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক জোট সরকারের প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনে তাকে সহযোগিতা করায় আসামি হিসেবে জিয়ার স্ত্রী নাসিমা হক ও ছেলে মুশফিকুল হককে ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্থাপিত ৭নং বিশেষ জজ আদালতের বিচারক সিরাজুল ইসলাম এ রায় দেন। রায়ে জিয়াউল হক জিয়া পরিবারের অবৈধভাবে অর্জিত ১২ কোটি ৮১ লাখ ২৭ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়েছে। ওয়ান-ইলেভেনের পর দুদকের সন্দেহভাজন দুনর্ীতিবাজ হিসেবে গ্রেফতার হন জিয়াউল হক জিয়া। দুদকের তদন্তে জিয়া পরিবারের প্রায় ১৩ কোটি টাকার আয়বহিভর্ূত সম্পদের সন্ধান পাওয়া যায়। এ অভিযোগের সূত্র ধরে তার বিরুদ্ধে গত বছরের ২২ নভেম্বর রমনা থানায় এ মামলা করে দুদক।