রাজনৈতিক মাফিয়া চক্র বাংলাদেশের জন্যে কোন মিথ নয়, এ এক কঠিন বাস্তবতা। এমন একটা বাস্তবতার যাতাকলে নিষ্পেষিত হচ্ছে আমাদের বেঁচে থাকা। ৫০টা বছর ধরে আমরা অসহায়ের মত দেখছি বাংলাদেশকে লুটছে একদল লুটেরা। পরিবারের নামে, পিতার নামে, ঘোষকের নামে, নেতা-নেত্রীর নামে ১৫কোটি মানুষকে শৃংখলিত করা হচ্ছে লুটপাটতন্ত্রে। ছাত্র, শিক্ষক, আমলা, বিচারক, উকিল, বুদ্ধিজীবি, ডাক্তার, ইঞ্জিনীয়ার সহ সমাজের শিক্ষিত অংশের সামনে কিছু উচ্ছিষ্ট বিছিয়ে তাদের ঠেলে দেয়া হচ্ছে পংকিলতার গভীরে। লুটপাটের আধিপত্য নিয়ে দুই পরিবারের লড়াইকে বলা হচ্ছে রাজনীতি, আর এ রাজনীতির গ্যড়াকলে জনগনকে বানানো হচ্ছে দলের, দল হয়ে যাচ্ছে নেত্রীর, দেশ হয়ে যাচ্ছে পরিবারের।
তথ্য প্রবাহে বৈপ্লবিক পরিবর্তন বদলে দিয়েছে আমাদের প্রথাগত জীবন। প্রিয় দৈনিকটাকে পড়তে এখন আর হকারের দিকে তাকিয়ে থাকতে হয়না, যেতে হয়না গলির ধারের দোকানটায়। আক্ষরিক অর্থেই তথ্যের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি আমরা। একটা সময় ছিল যখন বাংলাদেশকে শাষন করত সরকার নিয়ন্ত্রিত প্রিন্ট মিডিয়া, সরকারী টিভি ও রেডিওর বাইরে গিয়ে দেশকে জানার চেষ্টা ছিল আইনী অপরাধ। সে সময় এখন ইতিহাস। রাজনৈতিক মাফিয়াচক্রের মুখোশ উন্মোচন করার প্রতিজ্ঞা নিয়েই শুরু হয়েছিল আমাদের পথ চলা। তথ্য প্রবাহের স্বাধীনতা নিশ্চিত করেছে আমাদের চলার স্বাধীনতা। "আমি বাংলাদেশী" অব্যাহত রাখবে তার চলা। কঠিন ও র্দুগম এ পথে সহযাত্রী হওয়ার আমন্ত্রন রইল সবার জন্যে।
যেখানেই থাকুন ভাল থাকুন।