সোলাইমান মিয়ার গল্প!
ঘুম ভাঙ্গল সোলাইমান মিয়ার (ছদ্মনাম) ফোনে। এক সপ্তাহর ছুটিতে আছি তাই রাত জেগে নেটফ্লিক্সে Pieces of Her সিরিজটা শেষ করতে বাধা ছিলনা। ভোর ৪টার দিকে ঘুমিয়ে ৮টার দিকে ঘুম ভাঙ্গলে মেজাজ এমনিতেই খারাপ হওয়ার কথা। তার উপর তা যদি হয় নিউ ইয়র্কের স্বল্প পরিচিত একজন বাংলাদেশির ফোনে।