খুলে দে মা লুটেপুটে খাই!

Submitted by WatchDog on Thursday, December 5, 2024

কিভাবে নেবেন খবরটা তা আপনার নিজের ব্যপার। তবে আমার জন্যে এমন একটা খবর ইউনিক ও বিস্ময়কর। দুর্নীতির বিশ্বে এমন খবর অদ্বিতীয় ও বিরল।
বাংলাদেশে এখন গ্যাস সংকট প্রকট। চুলায় রান্নার জন্যে গ্যাস থাকেনা ঘণ্টার পর ঘণ্টা। গ্যাস ভিত্তিক শিল্প কারখানাগুলো নিয়মিত ধুকছে গ্যাস সংকটে।
চারদিকে হরেক রমকম সংকটের মাঝে এমন একটা খবর জাতিকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারতো। আলো জ্বালাতে পারতো অনিশ্চয়তার অন্ধকারে। কিন্তু বিশেষ কারণে তা হতে পারেনি।

বিশেষ কারণ না বলে বিশেষ একজনের জন্যে তা হয়নি বললে হয়ত সত্যের কাছাকাছি যাওয়া হবে। আসুন কিছুটা ভেতরে ঢুকে জানার চেষ্টা করি খবরের ভেতর খবরের।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ভোলায় অনেকদিন ধরেই গ্যাস আবিস্কারের চেষ্টা চলছে। এ নিয়ে সাংঘর্ষিক অনেক খবর বাজারে প্রচলিত আছে।

এ লাইনের সর্বশেষ খবর হচ্ছে, ঐ দ্বীপে নতুন ৫ দশমিক ১০৯ ট্রিলিয়ন ঘণফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্সে) সঙ্গে যৌথ চুক্তি অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম চার বছর গবেষণা কার্যক্রম পরিচালনা করে এই মজুত গ্যাসের সন্ধান পেয়েছে।

বিশেষ একটা কারণে নতুন গ্যাস আবিস্কারের খবর প্রকাশ করা হতে বিরত থেকেছে ৫ই আগস্টের পলাতক সরকার। খবর বেরিয়েছে পলাতক আওয়ামী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদেশ হতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানীর সুবিধা দিয়ে বিশেষ একটা গুষ্টি হতে কোটি কোটি টাকা আয় করছিলেন। এই আয়ের পথ মসৃণ ও দীর্ঘায়িত করার কুট-কৌশল হিসাবে নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কারের খবর প্রকাশ করতে বাধ সাধেন।
মধ্য জুনে সরকারী সংস্থাগুলো একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এ সুখবর দেশবাসীর সাথে শেয়ার করার সিদ্ধন্ত নিয়েছিল। কিন্তু তাত বাধ সাধেন প্রতিমন্ত্রী।
বলা হচ্ছে আবিস্কৃত গ্যাস ক্ষেত্র হতে গ্যাস উত্তোলন করে আগামী ৫ বছর দেশের গ্যাস চাহিদা মেটানো সম্ভব হবে।

ভালো লাগলে শেয়ার করুন