সোলাইমান মিয়ার গল্প!

Submitted by WatchDog on Thursday, December 5, 2024

ঘুম ভাঙ্গল সোলাইমান মিয়ার (ছদ্মনাম) ফোনে। এক সপ্তাহর ছুটিতে আছি তাই রাত জেগে নেটফ্লিক্সে Pieces of Her সিরিজটা শেষ করতে বাধা ছিলনা। ভোর ৪টার দিকে ঘুমিয়ে ৮টার দিকে ঘুম ভাঙ্গলে মেজাজ এমনিতেই খারাপ হওয়ার কথা। তার উপর তা যদি হয় নিউ ইয়র্কের স্বল্প পরিচিত একজন বাংলাদেশির ফোনে।

- ভাই কি করেন? ভোট দিছেন নি?
আজ ভোট। প্রতিবারের মত এবারও আগাম ভোট দিয়ে এ পর্ব সেরে নিয়েছি সপ্তাহ খানেক আগে। এ নিয়ে কারও সাথে কথা বলা্র ইচ্ছা হলোনা।
- না ভাই, ভোট দেই নাই। সকাল এখানে ৮টা, ভোটকেন্দ্র খুলবে আরও দুই ঘণ্টা পর (ভুল তথ্য)। তা আপনার কি খবর? ভাল আছেন তো?
- জ্বি অয় ভাই, ভাল আছি। আল্লাহর রহমতে ভোট দিয়া মাত্র ঘরে ফিরলাম। আপ্নের ভাবি পরোটা বানাইছে, লগে বুটের ডাইল। নাস্তা করুম।

এই লোকের ঘরের খবর নিয়ে আমার কোন আগ্রহ ছিলনা। তবে একজন কঠিন আওয়ামী লীগার মার্কিন ভোট নিয়ে কি ভাবছে তা জানার একটা সূক্ষ্ম আগ্রহ ছিল তাই ফোনালাপ এখানেই শেষ করতে গেলাম না।
- তা ভোট কারে দিলেন?
- এই ব্যপারে কারও কোন সন্দেহ থাকা উচিৎ না। ভাই আমরা সবাই ট্রাম্প সেনা, তার বাস্কোতেই (বাক্সকে তিনি বাস্কো বলতে অভ্যস্ত) গেছে আমাদের ভোট।
- নিউ ইয়র্কে তো ট্রাম্প গো-হারা হারবে, হারু পার্টিকে ভোট দিলে আপনার কি লাভ?
- ভাই বোধহয় বাংলাদেশের রাজনীতির উপর খোজ খবর রাখেন না। ট্রাম্পের সাথে আমার নেত্রীর চুক্তি হয়ে গেছে। তিনি পাশকরা মাত্র নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসিয়ে দিবেন। এইবার কোন বাইনচু*ত সমন্বয়কে ছাড় দেয়া হবেনা। ইউনুস সুদখোরকে হাতির ঝিল লেইকে চুবিয়ে মারার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয় ট্রাম্পের সাথে হটলাইনে যোগাযোগ রাখছেন। চান্দা দিয়েছেন বড় অংকের।
- না ভাই, আসলেই বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কোন খবর রাখিনা। আমি তো শুনেছি আপনার নেত্রী ইতিমধ্যে গণভবনে নতুন করে মাছের চাষাবাদ শুরু করে দিয়েছেন।
- ঠাট্টা কইরেন না। রেডি থাইকেন ভাল খবরের।
- তা যাওজ্ঞা, আপনার বাকি খবর কি? আপ্নের মা'র ইমিগ্রেশন কি ফয়সালা হইছে? কবে আসতাছেন এই দেশে?
- আর কইয়েন না, বাটপার উকিলের পাল্লায় পইরা আমার মেলা ডলার লোসকান (লোকসানকে তিনি লোসকান বলতে অভ্যস্ত) হইয়া গেছে। তয় অপেক্ষায় আছি। আশা করছি আল্লাহর রহমতে ৬ মাসের ভেতর সব ফাইনাল হইবো।
- কন কি? আরও ৬ মাস? ট্রাম্প পাশ করলে তিনি তো ঘোষণা দিয়েছেন ওভাল অফিসে বসে প্রথম দিনই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সব ধরণের ইমিগ্রেশন বাতিল করবেন। বিশেষকরে পরিবারের মা-বাবা ও ভাই-বোনদের ইমিগ্রেশন।
- এইসব সুদখোরি কথাবার্তা বইলা আমাদের দমাইতে পারবেন না। আমাদের শুভদিন আসতাছে, আমরা রেডি। ট্রাম্প জিতবে এবং আমার নেত্রী দেশে ফিরে ক্ষমতায় বসবেন।
- সব ঠিক আছে, তয় ট্রাম্প জিতলে আপ্নের মা যে এই দেশে আসতে পারবে না, তা লিখ্যা রাইখেন।
এইবার নীরব হয়ে গেলেন সোলাইমান মিয়া। আমার দেয়া তথ্য সত্য কি মিথ্যা তা নিয়ে দ্বিধায় পরে গেলেন। আপন মা, নাকি নেত্রী মা, এই সমীকরণ মেলাতে তিনি হয়ত তেনার বাটপার উকিলের কাছে দৌঁড়াবেন এ ব্যপারে কোন সন্দেহ রইলনা।

ভালো লাগলে শেয়ার করুন