প্রধানমন্ত্রীর সংবর্ধনার মিছিলে স্থবির রাজপথ

প্রথম আলো রিপোর্ট

ভারত সফর শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে সরকারি দলের মিছিলে গতকাল স্থবির হয়ে পড়েছিল ঢাকার রাজপথ। দুপুর থেকে তীব্র যানজটে পড়ে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। ছোট-বড় সব পথেই ছিল থমকে থাকা অগণিত যানবাহনের সারি।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেয় আওয়ামী লীগ। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল শেরাটন পর্যন্ত দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে মিছিল বের করেন। সেই মিছিল ছড়িয়ে পড়ে রাজধানীর সর্বত্র। এতে করে শুরু হয় ভয়াবহ যানজট।

প্রধানমন্ত্রী দেশে ফেরেন সন্ধ্যা পৌনে ছটার দিকে। কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দুপুর থেকেই মিছিল বেরে করেন। শহরের বিভিন্ন মহল্লা ও অলিগলি থেকেও তাঁরা মিছিল নিয়ে প্রধান সড়কে আসেন। এতে করে অনেক সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। মিছিলের কারণে শাহবাগ থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের (ভিআইপি সড়ক) বেশ কিছু অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রতিক্রিয়া শহরের অন্য সব রাস্তায়ও পড়ে। যানবাহনের গতি মন্থর হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বিমানবন্দর সড়ক, শেরাটন মোড়, শাহবাগ, মিরপুর রোডে দুপুরের পর দুঃসহ যানজটে আটকা পড়ে নষ্ট হয় মানুষের মূল্যবান সময়। দেখা যায়, রাজধানীর সব রাজপথ গাড়িতে ঠাসাঠাসি। কোথাও খালি নেই। মহাখালীর সড়কে যত দূর চোখ যায়, শুধু গাড়ি। মগবাজার থেকে মহাখালী যেতে সময় লেগেছে কারো এক ঘণ্টা, কারো আরও বেশি।

পুরো বিজয় সরণিতে দেখা যায় গাড়ির লম্বা সারি। ফার্মগেটে আসার উপায় না থাকায় অনেকে গাড়ি ঘুরিয়ে দেন মিরপুর রোডের দিকে। এই সড়কটি পার হয়ে এসে পান্থপথে আবার সেই ঠায় গাড়িতে বসে থাকা। এভাবেই কয়েক মিনিটের পথ পেরোতে সময় লেগেছে এক ঘণ্টা বা তারও বেশি। যাত্রীরা অভিযোগ করেছে, যানজটের কারণে রাস্তায় যানবাহন পাওয়াও ছিল দুরূহ। দুপুরের দিকে শেরাটন মোড়ে দেখা যায়, মিছিলের কারণে গাড়ি আর এগোতে পারছে না। যুবলীগের একটি মিছিল এ সময় শেরাটন হোটেলের কাছ থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে যাচ্ছিল।
ঢাকা মহানগরের পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ যানবহন নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করেছে।

সূত্র: প্রথম আলো
তারিখ: ১৪-০১-২০১০
http://prothom-alo.com/detail/news/34810
ছবি: দৈনিক ইনকিলাব