ভাষার প্রয়োজন আছে কি?
দেশপ্রেম নামক বায়বীয় জিনিষটা আমাদের একটু বেশীই হয়ত। এ নিয়ে আমাদের গর্বেরও যেন শেষ নেই। বিশ্বাষ অবিশ্বাষ পাঠকের নিজের, বাস্তবতা হল উপরের পৈশাশিকতাগুলো আমাদের নিজদের, এসব ঘটছে আমাদের দেশেই। আমাদের অতিদেশপ্রেমের ফাঁক ফোকর গলে এসব মধ্যযুগীয় বর্বরতা খুব একটা গুরুত্ব পায়না আমাদের প্রচার মাধ্যমে।
পাঠক, আপনাদের মা, ভাই-বোন, সন্তানদের যদি এভাবে পশুর মত হত্যা করা হত কি করতেন আপনারা? রাজনৈতিক সমস্যার রক্তাক্ত সমাধান পাকিরাও চেষ্টা করেছিল ৭১সালে। ফলাফল আজকের বাংলাদেশ। আমরা কি ইতিহাস হতে যথেষ্ট শিক্ষা নেইনি?
সূত্রঃ http://www.nagorikblog.com/node/525