ভারতের হরিয়ানা প্রদেশের মনেসরে অবস্থিত ন্যাশনাল সিকিউরিটি গার্ডে (এন এস জি) প্রশিক্ষণের জন্যে একদল তরুণকে বাছাই করেছে ভারতীয় সরকার। ট্রেনিং শেষে দলটাকে পাঠানো হবে বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সরকার প্রধান শেখ হাসিনার নিরাপত্তা দায়িত্ব নেয়ার জন্যে। মূল খবরটা প্রকাশ করেছে ভারতের টাইমস অব ইন্ডিয়া, অনুবাদ করেছে স্থানীয় দৈনিক 'নয়া দিগন্ত'। খবরে প্রকাশ, মহমোহন সিং সরকার মারাত্মক চিন্তিত শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে। আস্থা রাখতে পারছেনা নিরাপত্তায় নিয়োজিত স্থানীয় বাহিনীর প্রতি। ভারত মনে করে, শেখ হাসিনার জন্যে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মার্কা নিরাপত্তা প্রয়োজন। আর্টিকেলে উল্লেখ করা হয়েছে ভারতীয় সরকারের এহেন উদ্বেগের সূত্রপাত ২০০৯ সালের একটা ঘটনা হতে। ঐ সালের কোন একদিন প্রতিবেশী দেশের সরকার খবর পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কয়েক ঘন্টা নিরাপত্তারক্ষী ছাড়াই সময় কাটাতে হয়েছে। নয়া দিল্লিতে সরকারী কর্মকর্তারা এ নিয়ে মন্তব্য করতে অস্বীকার করলেও জানিয়াছে, এনএসজি বন্ধুপ্রতীম দেশগুলোর কর্মকর্তাদের টেনিং দিতে পারে।।
http://www.dailynayadiganta.com/fullnews.asp?News_ID=206041&sec=1