শুধু খালেদা জিয়াই নন, চামড়া বাঁচানোর জন্যে অনেকেই জন্মতারিখ নিয়ে দুই নাম্বারি করে থাকেন। বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার, আমাদের পরবর্তী 'প্রধানমন্ত্রী' সর্ব জনাব সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়া ও টেক্সাস ক্রিমিনাল কোর্টে দুইটা জন্ম তারিখ জমা দিয়ে প্রমান করেছেন মিথ্যাচার হতে কেউ মুক্ত নয়। সাপোর্টিং ডকুমেন্ট নিজ চোখে দেখতে চাইলে সহায়তা নিন সার্চ ইঞ্জিন গুগলের।
বিশ্বের অন্যতম সেরা 'কম্পিউটার বিজ্ঞানী'কেও মাঝে মধ্যে মদ খেতে হয়। পশ্চিমা সমাজে
মদ খাওয়া হয়ত অপরাধ নয়, কিন্তু মদ খেয়ে গাড়ি চালানো! হুম, খেলা ফাইনাল!
'বৈজ্ঞানিক জয় ওয়াজেদ অবৈধ হ্যান্ডগান সহ ধরা পরলেন টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ শহরে।
বিজ্ঞানী জাতে মাতাল হলেও তালে কিন্তু ১০০% ঠিক। আমেরিকার বিভিন্ন স্টেটে মাতলামি করার ফাকে ফাকে বাড়ি ক্রয় করেছেন ১টা নয়, গুনে গুনে ৫টা। বলাবাহুল্য, আমেরিকায় বাড়ি কেনা পানির মত সহজ। কেনার সময় বড় অংকের ডাউন পেমেন্ট, তারপর মাসে মাসে মর্টগেজ। ৩৯ বছর বয়সী বিজ্ঞানী without any fulltime job, গাঞ্জার নৌকা পাহাড় বাইয়্যা গেলেই বোধহয় এমনটা সম্ভব।
জনসম্মুখে এ সব তথ্য প্রকাশ করায় সহায়তা করছে GOOGLE। স্বভাবতই বিজ্ঞানী এবং তার পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তারা। আসুন এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হই এবং দাবি জানাই, ব্যান করা হোক গুগুলকে!
কৃতজ্ঞতা স্বীকারে ব্লগার 'অফসাইড', নাগরিক ব্লগ।