অপরাধ ও পুরস্কার বাংলাদেশ স্টাইল!

Submitted by WatchDog on Saturday, June 12, 2010

বাংলাদেশ

কিশোর সাইদুরের অপরাধ সে ইভটিজার। কোচিংগামী তরুণীর গায়ে মোটর গ্যারেজের কালি ছুড়ে মেরেছিল। ডিজিটাল যুগে অপরাধ কেন এনালগ ভার্সনে চর্চিত হচ্ছে তা মনোবিজ্ঞানীদের গবেষণার বিষয়। হতে পারে তারুণ্যের চাহিদায়ও দেখা দিয়েছে ডিজিটাল বিকৃতি, যা বলা যায় এস্কক্লুসিভলি মেইড ফর বাংলাদেশ! অপরাধ যেমন অদ্ভুত এ দেশে শাস্তি আরও অদ্ভুত। এ যাত্রায় বিচার পর্ব সমাধা হয়ে গেল অন্য দ্যা স্পট। বিচারকদের সবার চোখে মুখে তৃপ্তির ছোয়া।

পুলিশ, থানা, হাজত, নিম্ন আদালত, মধ্য আদালত, উচ্চ আদালত সহ বাংলাদেশের গোটা বিচার ব্যবস্থা হচ্ছে টু পাইস কামানোর অভয়ারণ্য। এ ধরণের ক্রাইসিস মোকাবেলায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে উপরের উদাহরণ। অপরাধ ও শাস্তি বাংলাদেশ স্টাইল! ঘটনাস্থল পুরানো ঢাকার কাঠেরপুল এলাকা।

বাংলাদেশ

উপরের ছবিটা পদ্মা নদীর। নদীর স্রোত মরে গেছে অনেক আগে। এক কালের প্রমত্তা এই নদীতে এখন আর নৌকা চলে না। তাই বলে গরুর গাড়ি চলতে অসুবিধা কোথায়! রাস্তা একটা বন্ধ হলে আরেকটা খুলে যায়, এমনটাই প্রকৃতির নিয়ম। নৌকার বদলে গরুর গাড়ি! বলা যায় প্রকৃতির শাস্তি বাংলাদেশ স্টাইল। ঘটনাস্থল রাজশাহীর কাঁঠালবাড়িয়া এলাকার পদ্মা নদী।

বাংলাদেশ

সে রাতে ঝড় উঠেনি, তুফান হয়নি, ভূমিকম্প কথা বলেনি। কথা নেই বার্তা নেই হঠাৎ করে কোথাও আগুন, কোথাও ফাটল, কোথাও বা হেলে পরল দালানকোঠা। প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের অবনতি হলেই কি এমনটা হয়? এটাও নিশ্চয় বৈজ্ঞানিকদের গবেষণার বিষয়। তবে এমনটা বললে বাড়িয়ে বলা হবেনা, আমদের সম্পর্কটা বোধহয় আসলেই খারাপ হয়ে গেছে। ছবিটার ঘটনাস্থল ঢাকার শান্তিনগরের কনকর্ড টাওয়ার।

বাংলাদেশ

বাংলাদেশের সবকিছুই ঘন কুয়াশার মত অন্ধকার তা বললে নিশ্চয় অন্যায় বলা হবে। লাশের উপর দাড়িয়েও এ দেশের মানুষ হাতে মেহেদী পরতে পারে, ছবি কথা বলে। অপরাধ ও পুরস্কার বাংলাদেশ স্টাইল! প্রশ্ন, এখানে কে অপরাধী আর আর কে জয়ী?

ভালো লাগলে শেয়ার করুন