বিশ্বকাপ ফুটবলের প্রেক্ষাপটে অনেকে বলছেন আমাদের ধর্মে খেলাধুলা হারাম। জেনুইন ফতোয়া আর আয়াতের রেফারেন্সও দেয়া হয়েছে বক্তব্যের পক্ষে।। নীচের ছবিগুলো কোন ফতোয়া অথবা আয়াত হতে নেয়া নয়। এর রেফারেন্স ever hungry আমাদের উদর ।
পরনে জুব্বা। হাতে তসবি। সামনে মিনি বেহেশত।

রাজাদের রাজসিক আয়োজন।

কথা শেষ, এবার ডান হাতের পালা!


চাই চিকন চাল।

আয়োজন শেষ। লাঞ্চ টাইম।


'প্রতিবেশীকে ক্ষুধার্ত রাখিয়া তোমরা খাবারের থালা সামনে নিও না" - রেফারেন্স...

দেখা হয় নাই চক্ষু মেলিয়া...

হাড়িতে নয়, এদের ছুড়ে ফেলা হচ্ছে কবরে।
ধর্ম অনেক কথাই বলে..