ড্রাগের বিষাক্ত থাবায় ক্ষতবিক্ষত হয়নি এমন সমাজ আজকের পৃথিবীতে খুবই বিরল। বাংলাদেশও এর বাইরে নয়। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য পশ্চিমা দুনিয়া বিভিন্ন ফ্রন্টে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার মধ্যে অন্যতম খোলা আকাশের নীচে মিছিল করে হাঁটা। উপরের ছবিটা আমাদের নিজেদের। ফ্যাশন শো। গুলশানের আরএম সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ড্রাগের বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করার জন্যে।
এ ধরণের অনুষ্ঠান একটা ক্ষয়িষ্ণু সমাজের যুবক শ্রেণীকে ড্রাগের বিরুদ্ধে সচেতন করায় কতটা কার্যকর হবে বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। অর্ধ উলঙ্গ মহিলাদের নিতম্ব বাঁকানো হাঁটা - যে কোন সমাজের জন্যে এক ধরণের ড্রাগ। প্রতিবাদ জানাই এ সব ভণ্ডামির। ড্রাগের বিরুদ্ধে ফ্যাশন-শো, তাও আবার বিজাতীয়! - give me a break!