ইউনাইটেড আরব আমিরাতের কি নেই! অর্থ, প্রতিপত্তি নামে ও যশে এর খ্যাতি বিশ্বজুড়ে। তবে যে খবরটা বাইরের দুনিয়ায় খুব একটা প্রচার হয়না তা হল তেল সমৃদ্দ এই দেশটার মালিক একটা পরিবার। নাহিয়ান পরিবার। আসুন পরিচিত হই রাজপরিবারের কতিপয় যুবরাজের সাথে:
মন্তব্যের কোন প্রয়োজন আছে বলে মনে হয়না।
Sri Lankan Woman Tortured by Employers in Saudi Arabia
আরিয়াওয়াথি নামের শ্রীলংকার এক মহিলা গৃহপরিচারিকার কাজ করতে গিয়েছিল সৌদি আরবে। কাজ পায় এক শেখের বাসায়। অসহনীয় কাজের চাপে জীবন অতিষ্ঠ হয়ে যায় ৪৯ বছর বয়স্কা ৩ সন্তানের জননী এই মহিলার। অনন্যোপায় হয়ে দাবি জানায় চাপ কমানোর। আর যায় কোথায়! পশু শক্তি নিয়ে গোটা পরিবার ঝাপিয়ে পরে মহিলার উপর। একমাস ধরে চলতে থাকে শারীরিক অত্যাচার। গতে সপ্তাহে দেশে ফিরতে বাধ্য হয় বেতন না পেয়ে। শরীর হতে তেরটা পেরেক ও পাঁচটা সুই উদ্ধার করতে সক্ষম হয়ে শ্রীলংকার ডাক্তার। এক্স-রে করে আরও ৬টা পেরেকের সন্ধান পাওয়া গেছে আরিয়াওথির শরীরে।
মন্তব্যের কোন প্রয়োজন আছে বলে মনে হয়না।