আবুল হাবুলদের হত্যা বাংলাদেশে এখন মুড়ির মোয়ার মতই সহজলভ্য। প্রাইভেট সেক্টরের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগীতায় অনেকটাই এগিয়ে সরকারী খাত। মাথায় smooth as silk মার্কা কালা কাপড়, চোখে আলকাতরা মার্কা চশমা আর হাতে কালাশনিকভ রাইফেল, ওরা RAB। সরকারী ব্যর্থতার জরায়ুতে জন্ম নেয়া একদল মানুষ মারার কারিগর। ঈশ্বর যখন ঘুমিয়ে পরেন শুরু হয় কলি কালের জেমস বন্ডদের মিশন বাংলাদেশ অভিযান। ওদের হাতে থাকে আবুল হাবুল মারার ফ্রি লাইসেন্স। বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করার প্রত্যয় নিয়ে তারেক জিয়া আর খাম্বা মামুনদের মত 'সুনাগরিকদের' মগজ হতে জন্ম নিয়েছিল এ তত্ত্ব। ১৩টা চাঁদাবাজি মামলার সন্মানিত আসামী, মুক্তিযুদ্ধের একমাত্র ঠিকাদার, বিডিআর ম্যাসাকার মিশন হতে শান্তিকন্যা ডিগ্রী প্রাপ্তা শেখ হাসিনা শান্তির প্রতি ওয়াদা ঠিক রাখতে বুকে তুলে নিয়েছেন এই খুনে বাহিনী। বাংলাদেশের অলিগলিতে ওরা খুন করছে। লিমন অধ্যায় আর ভৈরবে ৫ সন্তানের জননীকে মাথায় গুলি অধ্যায় উপসংহার টানার আগেই জন্ম নিল নতুন এক অধ্যায়। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লায় খুন করা হল স্কুল ছাত্র স্বাধীন আহমদ শুভকে। পৃথিবীর অন্যতম নিকৃষ্ট দেশ পাকিস্তানে একই কায়দায় খুন করার অভিযোগে খুনিদের গ্রেফতার করা হয়েছে এবং তুলে দেয়া হয়েছে আইনের হাতে। গোটা পাকিস্তান জুড়ে চলছে তোলপাড়। পাশাপাশি শ্রেষ্ঠ জাতির দাবিদার এই আমরা নীরবে নিভৃতে হজম করে যাচ্ছি সহস্রাব্দের পৈশাচিকতম এই বর্বরতা।