কথিত ক্যু'র আইডিয়াটা যাদের মগজে জন্ম তাদের সবাইকে মোবারকবাদ। ব্রিলিয়ান্ট আইডিয়া। সবচেয়ে বেশি প্রশংসনীয় এর সময় ও প্রেক্ষাপট। ভারতীয়দের নজিরবিহীন ঔদ্ধত্য আর দেশ শাসনের আকাশ ছোয়া ব্যর্থতার প্রেক্ষাপটে আবুল হাবুল মন্ত্রী সহ সরকার প্রধানের চামড়া বাচাতে প্রয়োজন ছিল নতুন কোন থিওরির। গৃহপালিত উজির, নাজির কোতোয়াল আর ডাজ্ঞাদের প্রথাগত হুক্কাহুয়া অনেকটাই অকেজো আসছিল। মাঠের সৈনিক হানিফ আর কলম সৈনিক আগাচৌদের তর্জন, গর্জন আর তৈলমর্দনও ভেতো আসছিল আর্থ-সামাজিক বাস্তবতায়। বিচার ব্যবস্থার কাধে বন্দুক রেখে অবশিষ্ট প্রতিপক্ষকে নির্মূল করার অসীম দিগন্ত উন্মোচন করে দিয়েছে এই ক্যু থিসিস। ইতিমধ্যেই হুক্কাহুয়া শুরু হয়ে গেছে...
ক্যুর আসল উদ্যোক্তা খালেদা জিয়া আর তারেক জিয়া।
নির্বাচনের আগেই আশাকরি এই দুই জিয়ার কারাবাস নিশ্চিত করবে বাংলা সিনেমার ক্যু কাহিনী। মোবারকবাদ। যব ওয়েল ডান!!!