- কাকাবাবু যে আইসেন আইসেন, আপনের জন্যেই অপেক্ষা কইরতেছিলাম। তা আইসতে কোন কষ্ট হইনি তো?
- জ্বে না কষ্ট হয়নি। খুব আরামে আইসতে পেরেছি। নিশান ওয়ালা গাড়িতে চইড়লে গরমে ঠান্ডা লাইগে আর ঠান্ডায় গরম লাইগে। প্রাণ জুড়িয়ে যায়। রাস্তার বাতি পর্যন্ত সেলাম দেয়। আর আপনের দেয়া যুগাইন্তরি কর্মসূচির কারণে ঢাকার ট্রাফিক এখন বিশ্ব সেরা। তাই খুব আরামে আইসতে পেরেছি।
- জেনে খুশি হয়েছি। তা কাকাবাবু ভং চং না কইরে আইসেন কথা বলি। আপনে আমি দুইজনেই জানি কি জইন্যে এই সাক্ষাৎ। আমাদের সমস্যা হইয়েছে, এইর সমাধান দরকার।
- জ্বে সমস্যা হইয়েছে। সমাধান ফ্রয়োজন। দুর্গা দুর্গা।
- সর্ব সাকুল্যে কত আছিল বস্তায়?
- মা দুর্গা সবই জানেন। মা যে দশাননা।
- তা তো বুইঝলেম। কিন্তু অংকটা তো এত ক্ষুদ্র হওয়ার কথা ছিলনা, কোথাও কি কোন ঘাপলা অনুভব কইরতেছেন? হারামির দেশের হারামির বাচ্চারা এত ক্ষুদ্র অংক নিয়ে এত নাকাল কইরবে জাইনলে রাইতের ট্রিপটা বন্ধ রাইখতাম।
- আসলেই আমরা হারামি। যা গো কারণে দেশ পাইলাম তাগোরে বঞ্চিত করার পায়তারা! অকৃতজ্ঞ, নাদান।
- তা কাকাবাবু আপনেই বলেন সমাধান কি? সুংবাদিক গো মুখ বন্ধ কইরতে কি কি করা প্রয়োজন বলে মনে করেন?
- দুর্গা দুর্গা। সমস্যা আপনে দেইখতেছেন, আমি দেইখতেছিনা। আমাদের টেকা আমাদের হাতছাড়া হইল অথচ জাতি বইলছে তাদের সমইস্যা, বুইঝতে বড়ই কষ্ট । দুর্গা দুর্গা।
- সাময়িক হইলেও কিছু একটা কইরতে হবি। ইজ্জত বইলা একটা কথা আছে না!
- আমার কেনে জানি মনে হইচ্ছে দুইটা দিন ঘাপলা মারি থাইকলে সব ঠিক হয়ে যাবি। ইতিমধ্যে নতুন কোন সাগর-রুনি কাহিনী তৈরী করা গেলে হারামীর ছাওয়ালরা ঐ দিকে ঝাম্প করবি। আর আমরাও নিশ্বাস ফেলাইতে পারবো।
- না না, তাতি আমার কোন সুনাম হবিনানে। আমি চাই এমুন একটা সমাধান যা সমুদ্র জয়ের মত গোটা দেশ জয় করে ফেলবি। রাস্তায় মিছিল হবি, ঘরে ঘরে আনন্দ হবি। এমনকি ইস্কুলের পাঠ্য পুস্তকে পর্যন্ত অর্ন্তভুক্ত হবি।
- দুর্গা দুর্গা। তা মার অন্তরে নতুন কিছু ঘুরপাক খাতিছি কি?
- জ্বে খাতিছি। আপনেরে পদত্যাগ কইরতে হবি।
- হায় হায়, কি বইলতেছেন? পদত্যাগ কইরলে আমার হবিডা কি? ছাওয়ালডার ৩০ কুটি টেকার এলসি খোলার সময় হয়েছে মাত্র, এমন একটা শুভ মুহূর্তে আমার পদত্যাগ সব বানচাল করি দিবিনিনে যে!। তাছাড়া আমাদের ছোট মূখ্যমন্ত্রী খুব বেজার হবিনি অসময়ের এই সিদ্ধান্তে। তিনি রাগ কইরলে সব বেড়াত্যাড়া হই যায়।
- ভাবনায় ফেলে দিলেন যে কাকাবাবু। তা এক কাজ কইরলে কি হয়, আপনে আইজ পদত্যাগ করেন, কাল আবার নতুন কইরে মন্ত্রী বানিয়ে দিমু। আপাতত দপ্তর পাইবেন না। অর্থাৎ উজিরে খামাখা। সব ঠান্ডা হলি দুই দিন পর নিজের পছন্দ মত মন্ত্রনালয় বেইছে নেবেন। আইডিয়াটা কেমন মনে হতিছে কাকাবাবু?
- দুর্গা দুর্গা। আপনে ১৬ কুটির মা, যা বইলবেন সব শিরোধার্য।
- দুর্ঘটনাটার সাথে ঐ তিনাকে কি সম্পৃক্ত করা যায়না? আপনি নিশ্চয় বুইঝতে পারছেন আমি কার কথা বইলিতে চাচ্ছি?
- জ্বে জ্বে বুইঝতে পারছি। তবে একটা সমস্যা হতি পারি, ঐ রাইতে তিনি নাকি দেশে ছিলেন না, জড়াইতে গেলে সাবধানে জড়াইতে হবি।
- আজমইম্মার মুখে তো চাপ দাড়ি ছিল। শুনতেছি সে তবলিগেও যাতায়াত কইরত। জামাতী গো লগে কোন কানেকশন বাইর করা যায়না কি?
- যায় যায়, তবে এখানেও কিছু সমস্যা হতি পারি। জামাতীগো লগে তবলিগের কিছু দ্বন্ধ আছি। তালগোল পাকালি বিড়াল দৌঁড়াতি শুরু করি দিতে পারে। তা চাপ দাড়ি ছিল বইলতেছেন কেন, এখনো তো আছি। নাকি সাহেরা নানীর হাওলায় দিয়ে দিয়েছেন তারে? হে হে হে। দুর্গা দুর্গা।
- ঠিক হইল, এক রাইতের লাগি আপনার মন্ত্রিত্ব যাবি। তারপর শুরু হবি নতুন যাত্রা।
- ঠিক হইল। দুর্গা দুর্গা। এইবার তাহলি আসি মা জননী দশাননা।
- আইসেন। তয় যাওয়ার সময় মুখটা গোমরা করি যাবিন। তাতি সুবিধা হবি। আর গাড়ির নিশানটাও নামিয়ে দিবেন। নমস্কার কাকাবাবু।
- দুর্গা দুর্গা।