পোষাক কারখানায় পাইকারি মৃত্যু বাংলাদেশে এই প্রথম নয়। বহুবার ঘটেছে এই শিল্প হত্যাকাণ্ড। মাথা পিছু ১ লাখ টাকা খয়রাত আর প্রধানমন্ত্রী-বিরোধী দলীয় নেত্রীর শোক বার্তার নীচে অনেক বার চাপা দেওয়া গেছে এ ধরণের ম্যাস মার্ডার। সিরিয়াল কিলারের মত এই খাতের শিল্প মালিকরা একের পর এক হত্যা করে চলছেন অসহায় একদল খেটে খাওয়া মানুষকে। কারখানাকে জ্বলন্ত নরক বানিয়ে বাহির হতে তালা লাগিয়ে শত শত নারীর মৃত্যুদণ্ড ঘোষণা করে মালিকরা ঘুমাতে চলে যান। এবং মাঝে মধ্যে এ ঘুম ভাঙ্গে মাথাপিছু ১ লাখ টাকা লোকসানের এলার্ম ঘড়িতে। এ দেশে মহাসমারোহে রাজনীতি করার সংস্কৃতি আছে, আছে রাজনীতির বিশাল বিশাল মাঠ। ৬০ জনের মত মন্ত্রী, বাঘা বাঘা উপদেষ্টা আর দেশপ্রেমের ঠিকাদার প্রধানমন্ত্রী নিয়ে আছে শক্তিশালি মন্ত্রীসভা। কিন্তু হায়, যাদের জন্যে রাজনীতি তাদের এখন আগুনে পুড়ে কয়লা হতে হয়, ধ্বসে পরা সেতুর নীচে পরিত্যাক্ত লাশ হতে হয়।