কল্পনা করুন এমন একটা বাস্তবতাঃ কাদের মোল্লার দল জামায়েত ইসলাম বিএনপির নেত্রীত্বে ১৮ দলীয় জোটের সদস্য না হয়ে শেখ হাসিনার নেত্রীত্বে ১৪ দলের জোটভুক্ত একটি দল। এবং তারা অংশগ্রহন করছে আসন্ন নির্বাচনে। কাদের মোল্লার ভাগ্যলিপি কি এভাবেই লেখা হত? এ প্রশ্নের উত্তরের ভেতরই হয়ত লুকিয়ে আছে যুদ্ধাপরাধী বিচারের আসল রহস্য। আসলে কাদের মোল্লার ৭১ সালের অপরাধের বিচার হয়নি, বিচার হয়েছে ২০১৩ সালের অপরাধের। সে অপরাধ আওয়ামী লীগের জোটভুক্ত না হওয়ার অপরাধ। মোল্লার অপরাধ ও শাস্তি পর্বের সমাধা হয়েছে রাজনৈতিক সমীকরণে। এখানে ৭১ সালের ভূমিকা মুখ্য ছিলনা, মুখ্য ছিল ২০১৩-১৪ সালের নির্বাচন ও ক্ষমতা।