কোনদিন ভাবিনি খালেদা জিয়ার কর্মসূচীকে সমর্থন জানাতে কলম ধরতে হবে। কিন্তু আজ তাই করতে হচ্ছে। রক্তপিপাসু অক্টোপাসের মত গোটা দেশকে আষ্টেপৃষ্টে জড়িয়ে শেখ হাসিনা নামের এক ভয়ংকর জানোয়ার উল্লাসের মাতম করছে। স্বাধীনতার ৪২ বছর পর মুক্তিযুদ্ধের অন্যতম দাবি গনতন্ত্রকে কবর দিয়ে উড়াতে চাইছে পরিবারতন্ত্রের ঝান্ডা। একদল নেশাগ্রস্ত চেলা চামুন্ডা নিয়ে বুঝাতে চাইছে বাংলাদেশের জন্ম হয়েছিল শেখ পরিবারের আজীবন দাসত্বের জন্য। নাকে কাদির মোল্লার লাশ ঝুলিয়ে তিনি জাতিকে গাধা বানিয়ে সওয়ার হয়েছেন ক্ষমতা নামক ভবদরিয়া পাড়ি দেয়ার লালসায়। গোটা দেশকে জিম্মি করেছেন। নির্বাচনকে বানিয়েছেন রাস্তায় ডাং-গুলি খেলার উপকরন। পায়রিয়া-ডায়রিয়া আক্রান্ত মুখ হতে অনর্গল বের করে চলছেন মিথ্যাচারের কলেরা। বিরোধী দল মানেই নাকি রাজাকার, তাই তাদের নিশ্চিহ্ন করার মিশনে পাগলা কুকুরের মত লেলিয়ে দিয়েছেন রাষ্ট্রের সবকটা বাহিনী। ওরা ঘর হতে মা-বোনদের টেনে আনছে। বুলডজার দিয়ে মিশিয়ে দিচ্ছে বাড়ি, ঘর, রাস্তা, ঘাট, জনপদ, লোকালয়। পাগলা কুকুরের মত সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। প্রতিপক্ষের নেত্রীকে ঘরে আটকাতে বালু ভর্তি ট্রাকের মিছিলে সয়লাব করে দিয়েছে রাস্তা। উনি জাতিকে গনতন্ত্র শেখাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনায় শুদ্ধ করছেন জাতির রক্ত।
এ হায়েনার বিদায় এখন জাতীয় ইস্যু। এখানে খালেদা জিয়া অথবা বিএনপি বড় কোন ফ্যাক্টর নয়। ফ্যাক্টর এখন দেশ, ফ্যাক্টর এখন জাতি, ফ্যাক্টর এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র। গলা চেপে ধরুন এই হায়েনার। মুগুর দিয়ে কুকুরের মত থেতলে দিন এদের দুষিত রাজনীতি। দেশ কারও বাবার নয়। এ দেশ আমার, আপনার, ১৫ কোটি মানুষের। কলম যোদ্ধা বন্ধুরা, রাজনৈতিক মতভেদ ভুলে আসুন দেশ হতে এই হায়েনাকে বিদায় করি। শক্ত করে কলম ধরুন। লিখুন। তা না করলে পরবর্তী প্রজন্মের কাছে দায়ি থাকতে হবে।
মার্চ ফর ডেমোক্রেসি গনতন্ত্রের ভাষা। এ ভাষায় ইতিহাস কথা বলে।