পাঠক,
আপনি কি গৃহকর্তা? চরম অনিশ্চয়তার দেশে আপনি কি একজন খেটে খাওয়া সুনাগরিক? তাহলে এ লেখাটা আপনার জন্য। আমার লেখাটা পড়া আপনার জন্য জরুরি নয়। কারণ লেখার ছবিটাই কথা বলবে। এ ছবি কেবল ছবি নয়, এ আপনার আমার জন্মভূমির আর্থ-সামাজিক অবস্থার করুণতম প্রদর্শনী। আপনার ঘরে হয়ত গ্রাম হতে উঠে আসা অপ্রাপ্ত বয়স্ক এক গৃহকর্মী কাজ করছে। এমনও হতে পারে সে আপনার গরীব আত্মীয়দের কেউ। চোখ রাখুন তার দিকে। চোখ রাখুন আপনার স্ত্রীর দিকে। সিনএনএন কায়দায় প্রায় ২৪/৭ তাকে দিয়ে কাজ করানোর অভ্যাস দুর করতে বলুন আপনার স্ত্রীকে। একজন অসহায় কিশোরীর গায়ে হাত তোলা কেবল সামাজিক অন্যায় নয়, আইনের চোখেও তা অপরাধ। আপনি যত শক্তিশালীই হউন না কেন, যত বিখ্যাতই হউন না কেন, অপরাধ করে অর্থ ও ক্ষমতার জোরে পার পেয়ে যাওয়ার দিন এখন ইতিহাস। লাখ লাখ জোড়া সামাজিক চোখ আপনাকে দেখছে। আপনার স্ত্রীকে দেখছে। আপনার সন্তানদের খুব কাছ হতে মনিটর করছে। ওদের অনেকের হাতেই ক্যামেরা। বাড়ির চার দেয়ালের ভেতর অপরাধ চাপা দেয়ার সময় আমরা পেরিয়ে এসেছি। তাই কথায় কথায় গরম খুন্তি দিয়ে একজন নাবালক শিশুকে ছ্যাঁকা দেয়ার ভয়াবহতার কথা আপনার স্ত্রীকে স্মরণ করিয়ে দিন। আপনিও স্মরণ রাখুন। ভুলের মাসুল কি হতে পারে তার একটা চিত্র খেলোয়াড় শাহাদত ও তার স্ত্রীর পরিণতি হতে একে নিন। গৃহকর্মীর সামাজিক অবস্থান আপনার সন্তানদের সামনে উপস্থাপন করুন। মনে রাখবেন পরিবারের যে কেউ অপরাধ করলে এর পরিণতি আপনাকেই ভোগ করতে হবে। হাতকড়া লাগিয়ে পুলিশ আপনাকে টেনে-হিচড়ে থানায় নিয়ে যাবে, তাতে হয়ত এমন কোন ক্ষতি হবেনা। কারণ বাংলাদেশের পুলিশ চরিত্রহীন। ওরা থানায় নিয়ে আপনার সাথে ফয়সালা করবে। টাকা দিয়ে আপনি বেরিয়ে আসবেন। আসল ক্ষতি হবে আপনার সামাজিক অবস্থানের।