এ যাত্রায় আওয়ামী লীগের নির্বাচনী পরিকল্পনা নিয়ে একটু দ্বিধায় ছিলাম। ভেবে পাচ্ছিলাম না বিনা ভোট ও রাতের ভোটের পর এবার কোন ভোটর মাধ্যমে ক্ষমতা আকড়ে থাকবে ফ্যাসিবাদী এই দল
।
ধীরে ধীরে পরিস্কার হচ্ছে আমার যাবতীয় দ্বিধা!
১) বিরোধী দলের সব নেতা-কর্মীদের বন্দী অথবা দৌড়ের উপর রেখে নির্বাচনী মাঠ পরিস্কার রাখা।
২) কিছু গৃহপালিত বিরোধীদের মাঠে নামিয়ে বহুদলীয় নির্বাচনের সাইনবোর্ড পাকা করা
৩) নিজ দলের ডামি প্রার্থীদের মাঠে নামিয়ে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ব্যবস্থা করা
৪) দলীয় ও ডামি প্রার্থীদের হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর বিশ্বকে বুঝানো নির্বাচন নিয়ে জনগণের উৎসাহ উদ্দীপনার কথা
৫) নির্বাচনী গরম হাওয়া ঠণ্ডা হয়ে এলে বিজয়ী ডামি প্রার্থীদের নিজ ঘরে ফিরিয়ে এনে হীরক রাজ্যের রাজত্ব আরও ৫ বছরের জন্যে নিশ্চিত করা
কোথাও কোন খুত খুজে পাচ্ছিনা আমি! আপনি যদি আশা করে থাকেন নির্বাচনের পর পিটার হাস এন্ড কোম্পানী মাঠে নামবে, এমন কিছু নাও ঘটতে পারে সমসাময়িক বিশ্ব বাস্তবতার কারণে। ইসরাইয়েল নিয়ে আমেরিকা ইতিমধ্যে একঘরে হয়ে পরেছে। বাংলাদেশ নিয়ে নতুন শত্রু তৈরির পথে তারা না-ও হাটতে পারে!