রাজনীতির উত্তাল তরংগে বাংলাদেশের মানুস আবহমান কাল ধরে ভাসছে, এর দোলায় দুলেছে আমাদের পূর্ব পূরুষেরা, দুলছি আমরা। এর ভাল-মন্দের ব্যাপ্তি আমাদের শিরায় উপশিরায়, মগজের রন্ধ্রে রন্ধ্রে। এ আমাদের বেচে থাকার একমাত্র আবলম্বন। অভিজাত পাড়ার বিত্ত বৈভবের বেড়াজালে, খেটে খাওয়া মানুষের দৈনন্দিন লড়াইএর পরতে পরতে স্থায়ী স্থান করে নিয়েছে রাজনীতি। অফিস পাড়ায়, খেলার মাঠে এমনকি নিষিদ্ব পল্লীতে রাজনীতির অবাধ বিচরন এত বেশি চোখে পরার মত যা বিশ্বের অন্যকোন দেশে অকল্পনীয়। ৬০এর দশকে পশ্চিম বাংলার চারু মজুমদার তার প্রতিশোধের রাজনীতি নিয়ে মাঠে নামলে এ দেশের শিক্ষিত যুব সমাজ তা লুফে নেয় তাৎক্ষনিক ভাবে। অনেকে বলবেন এ ছিল সমাজ পরিবর্তনে যুব সমাজের চীরাচরিত আকাখাংর প্রতিফলন, আসলেই কি তাই? বিশ্বের আর কোথাও কি অনাচার অবিচার ঘটছে না? কিন্তূ কই, যুব সমাজ তথা ছাত্র কৃষক শ্রমিক জনতার রাজনৈতিক সংপৃক্ততা পৃথীবির আর কোথাও এতটা দেখা যায়না কেন? এ ধাধার রহস্য উন্মোচিত না করলে আমরা রাজনীতির তরংগ মেলায় ভেসে এমন এক অন্ধ গলিতে ঠাই নেব যা হতে বের হতে হাজার বছরও যথেষ্ট হবেনা। আমার এমন একটা গলিতেই এসে গেছি প্রায়।