যদি প্রশ্ন করা হয় ২ বছরের দুঃস্বপনময় অপশাসনের জন্য দায়ী কে?দেশকে মেধা শূন্য করার ঘৃনিত অপচেশ্টার জন্য ,নিরপেক্ষ ভোট আয়োজনের নামে ছবিসহ পরিচয় পত্র বানানোর অজুহাতে দুই বছর ক্ষমতায় কে বসেছিল? রাজনৈতিক নেতৃবৃনদ সহ শেখ হাসিনা,খালেদা জিয়াকে কারান্তরীন করা সহ রাজনীতিবিদ ব্যবসায়ীদের চরিত্র কে হনন করেছিল?সংবিধান লংঘনের দায়ে কার সবচেয়ে আগে পদচ্যুতি হওয়া উচিত ছিল?প্রটোকল ভেংগে ভারত সফরের মাধ্যমে কে তার আত্মা বিক্রী করে দিয়ে গাধার পিঠে চড়েছিল?কার কু-বুধ্বীতে বিডিআর বিদ্রোহে সেনা অভিযান চালানো হয়নি?কে বনদুকের জোরে আরও ১ বছর চাকুরির মেয়াদ বাড়িয়েছিল?কার ইংগিতে নূর আলীরা মামলা করতে বাধ্য হয়েছিল?ফেরদৌশ কোরেশী,ডঃকামাল রা কার ইংগিতে চাটুকারীতে লিপ্ত হয়েছিল?
সেই বিশ্ব বেহায়র নাম ম.উ.আহমেদ নয়তো?সোনার দেশের সোনার মানুষ আমরা । আমরা সব পারি । কিন্ত্তু এই রকম সব পারার মাঝেও যে কত বড় লজ্জা লুকিয়ে আছে সেটা বলে বুঝানো যাবে না। খুব হতাশ হয়ে যাই ইদানীং, এই দেশে কেন আমার জন্ম হল?সেনাপ্রধানের এই রকম নৈতিক স্খলন দেখে আসলেই মনে হচ্ছে আমাদের ভবিষ্যত খুব একটা সুন্দর হবে না । এখন যদি স্বয়ং সৃষ্টিকর্তা একটু প্রসন্ন দৃষ্টিতে এই অভাগা দেশের দিকে নজর দেন ।সবকিছুতেই তো ব্যার্থ, এমনকি সত্য কথা বলতেও।েখন সেনা অফিসারদের বাচাতে ব্যর্থতা ও সঠীক তদনতের ব্যর্থতা ঢাকতে খালেদার বাড়িসহ নতুন ইস্য তৈরি করে মানুষকে ঘৃনিত ধুকার অপচেশ্টা!জনগণের শ্রধ্বা প্রাপ্ত একজন সৎ দেশ প্রমিক সেনা অফিসার, বীর মুক্তিযোদ্বার সন্মানার্থে দেয়া এই বাড়িটি কেড়ে নেয়ার অপচেষ্টা কে ধিক্কার জানাই।বিতর্ক তোলা হয়েছে যে ক্যান্টনমেন্ট থেকে খালেদা জিয়া রাজনীতিকরছেন।
লেঃকর্নেল(অবঃ)ফারুক খান কোথায় থাকেন?আওয়ামীলিগের পক্ষে ব্যার্থ ক্যূ করতে যেয়ে তৎকালীন তত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট আঃরহমান বিশ্বাস কর্তৃক পদচ্যুত জেঃ নাসিম কোথায় থাকেন?সাবেক সেনা প্রধান নূর উদ্দীন খান কোথায় থাকেন?সাবেক সেনা প্রধান এরশাদ কোথায় থাকেন?সুবিদ আলী ভূইয়া কোথায় থাকেন?কঃঅলি আহমেদ কোথায় থাকেন? কঃইব্রাহিম কোথা হতে নির্বাচন করলেন?এরা রাজনীতি করলে নিরাপত্তা নষ্ট হয়না?আইন মনত্রী বলেছেন প্রতিহিংসার বসবর্তী হয়ে সরকার এটা করেনি।আবার তিনিই বল্লেন গণভবন মুজিব এর স্মৃতি বিজড়িত!খালেদা সরকার সেটা কেড়ে নিয়েছে!কি দারুন আক্ষেপ ও ক্ষোয়ায়েস!হাসিনা ও তার চাটুকারদের বিকৃত রুচী,নষ্ট মানসিকতা দেশ ও জাতিকে আজ মহা সংকটে ফেলেছে।তার কৎসিত রুপ দেখে গোটা জাতি স্তম্ভিত।নিন্দা জানাবার ভাষা জানা নেই। খালেদার বাড়ি কোন ইস্যু ছিলো না, হাসিনা হিংসা ছড়ালো এবং একটি ইস্যু খাড়া করে বিএনপিকে রাস্তা নামিয়ে আনলো .।এখন এই সব বিএনপিদের গনহত্যায় হাসিনা নেমে পড়বে।
পিলখানা হত্যাকান্ড ছিল বৃহত পরিকল্পনার শুধু প্রথম পর্যায়ের বাস্তবায়িত কিছু দৃশ্য। কি ছিল পরবর্তি পর্যায়ে, কারা কারা সংস্লিষ্ট ছিল সর্বশেষ পর্যায় কি হত এবং তদন্তের কি হাল হতে পারে ইত্যাদি বিষয়ে আমার প্রথম লেখায় বেশ কিছু ধারণা দিয়েছিলাম। বিস্ময়কর হলেও সত্যি যে আমার ধারণাগুলোর বেশকিছু ইতিমধ্যেই সত্যে পরিনত হয়েছে।আজ আমরা বিস্তারিত আলোচনা করবো অবাস্তবায়িত অংশের পরবতী পর্যায়| আমার মনেহয় বিডিআর কে নিশেয:করার জন্য সরকারের এই হিন যডযনএ না কি?আসলে সরকার ও সেনা প্রধান এই বিযয় সবই জানে।
কে কাকে বাচানোর চেষ্টা করছেন? হাসিনা এবং তার সরকার পিলখানা ঘটনাকে নোংরা রাজনিতীর দাবার ঘুটি বানাছ্ছে|বিডিয়ার নামক নীরিহ দরিদ্র লোকেরা অলরেডী বুঝে গেছে তারা ব্যবহ্রত হয়েছে|হয়তো সামরিক আইনে এদের বিচার হবে,ফাঁসি হবে কিন্তু তাদের মদদ দানকারীরা,কুচক্রী মহল সবার ধরা ছোয়ার বাইরে থেকে যাবে। অন্যের উপর দোষ চাপানো এটা তাদের পুরোন অভ্যাস। এটাই সরকারের ব্যর্থতা।সরকার উতকাত নয় চিতকাত করার জন্য করিয়েছে!বিডিআর বিদ্রোহের সাথে বিএনপি, জামাত এবং JMB জড়িত ছিল তা বুঝা গেল হত্যাকান্ড শেষ করার পর। হত্যাকান্ড চলার সময় আমরা তাদের সহযোগিতা হিসাবে তাদেরকে সাধারন খমা করলাম। হত্যাকান্ড চলাকালে গুলির শব্দকে ভেবেছিলাম ওরা এয়ার গান দিয়ে বেলুনে নিশানা পাক্কা করছে।এখন বিএনপি, জামাত-JMBর পোদার গন্ধ পাওয়া যাছ্ছে। চোরেরে কয় চুরি করো আর জনতা রে কয় ধর ধর?এটাই কি আওয়ামি লিগের পুরনো চাল নয়?এরা নিজেদের খুব চালাক মনে করে কিন্তু আসলে আদতে এরা খুব ই বোকা! এদের চালাকি ধরা পড়ে যায়। শত্রু যেই হোক তাকে দমন করার দ্বায়ীত্ব সরকারের।অপেক্ষার পালা, দেখার পালা এরা কত রক্ত খাইতে পারে, কত ষড়যন্ত্র করিতে পারে, কত মিথ্যা বলিতে পারে আর সর্বশেষ পরিনতি কি ?সিটিজি খালেদার রাজনীতি পুরোপুরি শেষ করে হাসিনাকে এই বয়সে একটা সুযোগ দিয়েছিল এ দেশকে সেবা করার। অথচ ফলাফল হিসেবে তারা পেয়েছে ১৫০ এর উপর সুয়েরেজে নিক্ষিপ্ত লাশ।আমাদের সেনাবাহিনী কেন আওয়ামী ফ্যাসিষ্টদের দালালি করিয়া খমতায় আনিল?আজ ওরা দেশের একটা সেনা অফিসারও রাখবেনা|ওরা জনগনের সরকার নয়,ওরা ভারতের দালাল সরকার|ভারতের জননো ওরা ওদের মাকেও নিলাম করিবে|তদন্ত রিপোর্টের জমার সময় বাড়ানো মানে ডিপ ফ্রিজের ভিতর ঢুকানো?মীরজাফরদের রক্তই এই দেশে বেশি রয়ে গেছে|
Mr.Watch Dog I was busy with my work,for that reason I am late for reply for your comment.This is my reply for you.