গ্রীষ্মের ৩ সপ্তাহের ছুটিতে ঘুরে এলাম বাংলাদেশ থেকে। গত ৩ বছরে এটা ছিল আমার ৩য় বার বাংলাদেশ যাত্রা। এবার গিয়ে মনে হল গত ২ বছরের তুলনায় দেশের অবস্হা আরও হ-য-ব-র-ল। কোথা থেকে শুরু করবো? আচ্ছা, শুরু থেকেই শুরু করি। প্লেন নামবার আগে জানালা দিয়ে ঢাকা শহরের দৃশ্য দেখছিলাম। মনটা খারাপ হয়ে গেল। যত্রতত্র ভাবে গজিয়ে উঠেছে বিবর্ন দালান-কোঠা। লন্ডন, দুবাই বা মায়ামী শহরগুলোকে প্লেন থেকে দেখলে খুব সাজানো-গুছানো লাগে। কিন্ত ঢাকা শহর তার একদম বিপরীত। সদিচ্ছা এবং প্রচেষ্টার অভাব।
প্লেন রানওয়ে স্পর্শ করল। লক্ষ্য করলাম রানওয়ের পাশে অবহেলায় বেড়ে উঠা ঘাসগুলোর যত্ম নেয়া হয়না অনেকদিন। বেশ দৃষ্টিকটূ লাগলো। সপ্তাহে একবার lawn mower দিয়ে ঘাসগুলো ছেঁটে দিলে সুন্দর লাগতো। প্লেনের গতি কমলো, ধীর গতিতে অগ্রসর হতে লাগল টার্মিনালের দিকে। প্লেন বামে মোড় নিতেই নজরে আসলো রানওয়ের দক্ষিন পাশের লেকটার করুন অবস্হা। লেকটার পাশের আগাছাগুলো পরিস্কার করে রং-বেরংয়ের ফুল গাছ লাগিয়ে সৈন্দর্য্য বর্ধন করা যেতে পারতো। রানওয়ে এবং টার্মিনালের মাঝের খালি জায়গাগুলোর কোথাও লম্বা ঘাস, কোথাও বিবর্ন ঘাস, আবার কোথাও ঘাস নেই বললে চলে - খুবই দৃষ্টিকটূ এবং বেমানান। ১৫ কোটি মানুষের বাংলাদেশে একটি ছোট আন্তর্জাতিক বিমানবন্দর রক্ষনাবেক্ষনে মানুষের অভাব, ভাবতেই অবাক লাগে। বিমানবন্দর কর্তৃপক্ষ কি এসব একটুও নজর দেয়না? মাস শেষে তারা ঠিকই তো বেতন-ভাতা নিচ্ছে! আচ্ছা, এই বিমানবন্দর দিয়ে তো আমাদের কত শত নেতা-নেত্রী-আমলা বিদেশে যায় আর আসে, তারাও কি অন্ধ? তাদের চোখে কি এসব অসঙ্গতি ধরা পড়েনা? নাকি তারা প্লেনে উঠেই ঘুমিয়ে পড়ে?