এ পাঁপ ঐতিহাসিক পাপ নয়, এ পাঁপ নিত্যদিনের। এ ঘটছে বাংলাদেশের অলি-গলি, রাজপথ, খেঁত-খামার সহ সর্বত্র। ঐতিহাসিক দায়বদ্বতা হতে মুক্তি পাওয়া সম্পূর্ন হলে আমরা আশাকরব এ পাঁপ হতে মুক্তি দিতে সরকার এগিয়ে আসবে। এ দাবি সময়ের দাবি, বাস্তবতার দাবি।
স্থানঃ রাজধানীর খিঁলগাও এলাকা। ভিক্টিমঃ নারী রিক্সাযাত্রী।
মোমেন্ট অব ক্লাইমেক্স! ছিনিয়ে নিচ্ছে যা কিছু নেয়ার।
মিশন এক্মপ্লিশড্! আজ দু'জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে বেকে...
নামের বড়াই কর নাকো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়... ওরা আমাদেরই দু'জন!
খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে ছবিগুলো তুলেছেন ফটো এজেন্সি ম্যাপের আলোকচিত্রী বশীর আহমেদ।
সূত্রঃ http://www.somewhereinblog.net/blog/kabir0202/29086741