দু’দিনও পার হয়নি ২১শে ফেব্রুয়ারীর মহা আয়োজন হতে। বাতাসে কান পাতলে দিনটার রেশ এখনো শোনা যাবে নিশ্চয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশীরা দিনটা কোথায়, কিভাবে পালন করেছে তার খবর মিডিয়াতে জোয়াড়ের মত আসা শুরু হয়েছে কেবল। এশিয়া হতে ইউরোপ, অষ্ট্রেলিয়ায় হতে আমেরিকা, আফ্রিকা হতে লাতিন আমেরিকা, ভাগ্য একজন বাংলাদেশীকে জন্মভূমি হতে যতদূরেই ঠেলে দিক না কেন ২১শে ফেব্রুয়ারীকে বুকের গভীরে লালন করেই সে ঘুরে বেড়ায় পৃথিবীর বিভিন্ন বন্দরে। বাংলাদেশে দিনটা পালনের ব্যাপ্তিও প্রতি বছর জয় করছে নতুন নতুন উচ্চতা। ২১শে ফেব্রুয়ারী দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অংগনে ভাবাবেগের যে জোয়াড় নিয়ে আসে তা খুব কাছ হতে লক্ষ্য করলে মনে হবে এই বোধহয় সে মহেন্দ্রক্ষন উপস্থিত, যাকে কেন্দ্র করে বাংলাদেশ খুঁজে পেতে যাচ্ছে তার কাংখিত ঠিকানা। জাতিকে ভাষা প্রেমের ভাবাবেগে ভাসাতে কবি সাহিত্যিকরাও এ মাসে সৃষ্টির করেন নিজদের সেরা সাহিত্য কর্ম । ‘২১ আমার চেতনায়, ২১ আমার রক্ত কনিকায়, ২১ আমার মা, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী’, হূদয় ছুয়ে যাওয়া এসব শব্দ চয়ন মানুষ হিসাবে আমাদের প্রাপ্তির ভান্ডারকেই কেবল সমৃদ্ব করে। কিন্তূ এ সবই একটা বিশেষ দিন পর্যন্ত। ২২শে ফেব্রুয়ারীতে অতি পরিচিত আমিত্বে ফিরে যেতে সমান্যতম দেরী করতে রাজী নয় কেউ। উপরের ছবি দু’টোর প্রথমটা ২১শে ফেব্রুয়ারী আর দ্বিতীয়টা ২২শে ফেব্রুয়ারীতে তোলা। শহীদ দিবস আর আর্ন্তজাতিক ভাষা দিবস পালনের বিশাল আয়োজন তারিখটার মধ্যপ্রহর পার হতে শুধু শারীরিক অর্থেই মুখ থুবড়ে পরেনা, বরং তা আক্ষরিক অর্থেই বিদায় নেয় আমাদের মগজ হতে। অনেকটা জনপ্রিয় খেলা দেখার মত দিনটাকে নিজের মত উপভোগ করে ছুড়ে ফেলি ডাষ্টবিনে এবং পেছনে ফেলে আসি একগাদা আবর্জনা। এসব আবর্জনায় শুধু বর্জ্য পদার্থ থাকে এমনটা বোধহয় সত্য নয়। এবারে ২১শে ফেব্রুয়ারীর প্রথম পহরে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে এ আবর্জনায় শামিল হয়েছে ২টা লাশ ও মারাত্মক আহত আরও শতাধিক আদম সন্তান।
মাস ব্যাপি কবিতা আর ফুলে ফুলে শহীদদের শ্রদ্বা জানানোর মূল্য যদি ২টা লাশ আর কিছু পংগু মানুষ দিয়ে পরিশোধ করতে হয়, তাহলে আমাদের বোধহয় ভেবে দেখা উচিৎ এমন একটা আয়োজনের প্রয়োজনীয়তা্র কথা। যে মিনারের স্থান হওয়ার কথা প্রতিটা হৃদয়ে, তাকে হাটে মাঠে ঘাটে বানিয়ে লোক দেখানোর মহা আয়োজন আর রাক্তারক্তি করে আর যাই হোক শহীদদের প্রতি সন্মান শ্রদ্বা দেখানো যায়না।