আসেন শেখ হাসিনার ক্ষমতায় ফিরা আসার একটা অংক করি।

Submitted by WatchDog on Thursday, December 5, 2024

এই ধরেন ইউনুস মাস্টারের সরকার ক্ষমতায় থাকলো ২ বছর।
২ বছর পর শেখ হাসিনার বয়স হইবো ৭৮ বছর। তহন যে নির্বাচন হইবো তাতে আওয়ামী লীগ ক্ষমতা ফিরা পাইবো তা রাস্তার নেড়ি কুত্তাও বিশ্বাস করেনা। আলমত দেইখ্যা মনে হইতাসে ক্ষমতা তাদের জাত শত্রু বিম্পির দুয়ারেই ধর্ণা দিবো। তার মানে আরও ৫ বছর। হাসিনার বয়স তখন ৮৩।

আমি আগৈ কইসিলাম যাওয়ার আগে গরুর খোয়াড়ের (পার্লামেন্টা) অধিবেশন ডাইকা জলদি জলদি তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা ফিরাইয়া আনেন। আমার কথা হুনলনা...। তত্ত্ববধায়ক নাই ইলিকশনে জিতারও সম্ভাবনা নাই। তার মানে আরও ৫ বছর। হাসিনার বয়স তহন ৮৮। ১০ বছর পর বিম্পির কিছুডা হইলেও পেট ভরবো। লুটপাট মাটি থুইয়্যা আসমানে উঠবো। নতুন নতুন সাদ্দাম হোসেন জন্ম নিবো। ধরেন আবারও আন্দোলন শুরু হইবো। তার মানে খেলা শুরু হইতে আরও ৫ বছর। হাসিনা তহন নিজের ৯৩তম জন্মদিন পালন করবো। শেখ মুজিব তার বাপ না ভাই মনে করতে সময় নিবো।

আপ্নে কইবেন, ঐ মিয়া, এক হাসিনাই কি আওয়ামী লীগ নাকি? জয় বাবা আছেনা! ঐ ব্যাটা ততদিনে বাংলাদেশকে পুক্কি মাইরা যে মাল কামাইসে তার গ্যাড়াকলে পইরা রাজনীতিরে তওবা কইবো।
পুতুল? রেহানা? ববি? - তেনারা খোয়াবে রাজনীতি করবেন, মাঠে না। যা মালসামাল কামাইসেন তা নিয়া বেহেশতের খুব কাছাকাছি ঘুরঘুর করবেন।

গোপালগঞ্জ ও আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বেরাদরগন, সীমান্তের ঐ পারের মানুষ আপ্নেগোরে যে খোয়াব দেহাইতেসে ঐ খোয়াবের পিছনে দৌড়াইয়েন না। ভিটামাটি যা আছে সেইডাও হারাইবেন।

ভালো লাগলে শেয়ার করুন