ছোট হয়ে আসছে পৃথিবী -

Submitted by WatchDog on Friday, January 22, 2010

Small world

একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের বড় বড় সুপারমার্কেটগুলোতে বাংলাদেশী এপ্যারেলসের ছিল ভরা বসন্ত। ফুরিয়ে আসছে সে সময়। আমাদের রাজত্বে ভাগ বসিয়ে দ্রুত জায়গা করে নিচ্ছে সাউথ ইষ্ট এশিয়ার দেশগুলোর পন্য। এ ক্ষেত্রে সাবচাইতে বেশী এগিয়ে নিকট অতীতে মার্কিনীদের enemy in arms ভিয়েতনাম। শৃংখলা ও নিয়মানুবর্তীতার মধ্যে অগ্রসরমান দেশটার সর্বক্ষেত্রে চলছে নীরব বিপ্লব। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী চাহিদার সাথে খাপ খাইয়ে তৈরী করছে নতুন প্রজন্ম। এদিক হতে আমাদের অবস্থান নিশ্চিত করার জন্যে উপরের ছবিটাই যথেষ্ট।


ভালো লাগলে শেয়ার করুন