বাংলাদেশের ক্রিকেট ও রাজনীতি
আমার নিউজ ফিডে ঘুরে ফিরে কেবল বাংলাদেশের ক্রিকেট ফিরে আসছে। বাংলাদেশের বললে হয়ত কিছুটা ভুল বলা হবে; বরং সাকিব আল হাসানের ক্রিকেট। বুঝাই যাচ্ছে এই ক্রিকেটার শেখ হাসিনার মত কেবল মাঠের সৈনিকই পয়দা করেন নি, অনলাইন এক্টিভিষ্টও তৈয়ার করেছেন এক ঝাঁক।