প্যালেষ্টাইন ও কিছু দীর্ঘশ্বাস...।
উত্তপ্ত হয়ে উঠছে প্যালেস্টাইন। একদিকে গাজা অন্যদিকে পশ্চিম তীর। জেরুজালেমও বাদ যাচ্ছেনা। প্রতিদিন ঘটছে খুনাখুনির ঘটনা। অবস্থাদৃষ্টে মন হচ্ছে আরও একটা ফুলস্কেল ইসরায়েলি অফেন্সিভের মুখোমুখি হতে যাচ্ছে পশ্চিম তীর ও গাজা।
এমনটা যে অপ্রত্যাশিত ছিল তা নয়। বেঞ্জামিন নেতনিয়াহু ও তার কট্টর ডানপন্থী জোট ক্ষমতায় ফিরে আসার প্রেক্ষাপটে ধারণা করা গিয়েছিল অস্থিতিশীল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ঐ অঞ্চল। প্যালেষ্টাইনিদের জন্যে কোন ছাড় নয়, নির্বাচনে এমনটাই ছিল নেতনিয়াহু ও তার ডানপন্থী কোয়ালিশনের প্রতিশ্রুতি। এবং দেশটার জনগণ হার্ড-লাইনের পক্ষে রায় দিয়েছে।