আলাস্কা...ফেরত চাইছে রুশরা!
অনেকটা এনক্লেভের মত যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্য। এক্সট্রিম উত্তর পশ্চিমে অবস্থিত এই অংশের সাথে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের কোন সীমান্ত নেই। পূব দিকে কানাডার ব্রিটিশ কলোম্বিয়া ও ইউকন টেরিটরি। পশ্চিমে বেরিং ও চুকচি সাগর পার হয়ে রাশিয়া। হ্যাঁ, রাশিয়ার সাথেও আমেরিকার সীমান্ত আছে, তবে তা মেরিটাইম সীমান্ত।
আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় অঙ্গরাজ্য। আয়তনে ২য়, ৩য় ও ৪র্থ স্থানে অবস্থিত যথাক্রমে টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও মন্টানার সম্মিলিত আয়তনের চাইতেও বড়। রাজধানী জুনিয়াও আয়তনের বিবেচনায় আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর। প্রথম বৃহত্তম শহর হচ্ছে আলাস্কারই প্রাক্তন রাজধানী সিটকা।