শত্রুর শত্রু আমার মিত্র...রুশদের মুসলমান প্রীতি!
শত্রুর শত্রু আমার মিত্র, লজিকটা বহুল পরিচিত, বহুল ব্যবহৃত। পূর্ব ইউরোপের কনফ্লিক্টেও তা সামনে আসছে।
ইসরায়েলিদের নির্মম ও পৈশাচিক গাজা অভিযানের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জালেনস্কি ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেছিলেন। তাই তার দেশ যখন একই কায়দায় রুশদের ট্যাংকের নীচে দলিত মথিত হচ্ছে লজিক্যাল পছন্দে রাশিয়া হবে আমাদের মিত্র। জালেনস্কি, তুমি ইসলামের শত্রুদের পক্ষ নিয়ে কথা বলেছ তাই তোমার বিপদে আমরাও কথা বলবো তোমার শত্রুদের পক্ষ নিয়ে।