ছোট হয়ে আসছে পৃথিবী...
ছোট হয়ে আসছে ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ পুতিনের পৃথিবী। পশ্চিমা দুনিয়া তার গলা চেপে ধরেছে। পা হতে মাথা পর্যন্ত অবরোধ সংকুচিত করে ফেলছে তার নিঃশ্বাসের পরিসর। পৃথিবীর দেশে দেশে রুশ সম্পদ হয় সিন্দুকের ভেতর আটকা পরছে, অথবা দখল নিচ্ছে স্বাগতিকরা। ব্যক্তি পুতিন ও তার পার্টনার ইন ক্রাইম সের্গেই লাবরভ এখন Persona non grata।