একজন নাস্তিকের ধর্মতত্ত্ব
পরিচিত একজনের প্রসঙ্গ না টানলে লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধু বললে বাড়িয়ে বলা হবে, একই ইউনিতে ডিগ্রী নেয়ার ধান্ধার সূত্রে পরিচয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্ট করা ব্রিলিয়ান্ট একজন বাংলাদেশি। ছাত্র হিসাবে সাফল্য অনেকটা উপকথার মত। হঠাৎ করেই তিনি নিজেকে নাস্তিক ঘোষনা দিলেন। যে দেশের কথা বলছি সে দেশে নাস্তিকতা